Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 সরকারি শিশু পরিবার (বালক), কুড়িগ্রাম।

ক্রঃ

নং

কার্যক্রম

সেবা

সেবাগ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কতৃপক্ষ

 

এতিম, অবহেলিত,দুস্থ বিপন্ন শিশুদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, উন্নয়ন পুর্বাসন

১.

সরকারি শিশু পরিবারে এতিম

শিশু প্রতিপালন ও পুনর্বাসন

  • অনুধ ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন।
  • পারিবারিক পরিবেশেস্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে এতিম শিশুদের লালন পালন।
  • শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।
  • নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষ সাধন।
  • পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৬ থেকে ৯ বছরবয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুকে ভর্তি করার পর ১৮ বছর বয়স পর্যন্ত সেবা প্রদান করা হয়।

সরকারি শিশুপরিবার (বালক), কুড়িগ্রামের আসন সংখ্যা- ১০০  জন।

 

  • শিশু পরিবারে ভর্তির জন্য আবেদন প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ১ মাসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্তকরণ।শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত বিভিন্ন ধরণের সেবা প্রদান।

সরকারি শিশু পরিবার (বালক), কুড়িগ্রাম ।ফোনঃ০ ৫৮১-৬২১৫৯।